Irishbarta.com

Online since 15 June 2011

Garden of Remembrance

National Anthem

God Save Ireland

Quotation

"Materialism will inevitably produce the kind of society… where people know the price of everything, but the value of nothing… where people have a great deal to live on, but very little to live for." - Randy Alcorn




free counters

W3C Validation
Valid HTML 4.0

National Martyrs' Memorial

National Anthem

Dream


Subscribe

কবিতা

জমিন ও মন্দির
- Tareq Tariqul Khan

অবশেষে চাইতে চাইতেই
পেয়ে গেলাম এক-খন্ড জমিন।

অনেকটা নিরূপায় হয়ে রেগেমেগে যেন,
বললে," নাও, নাও, নাও।
করো চাষ, লাঙলের ফলা দিয়ে
অগণিত সীতায় ভরে দাও।
নীড়াও, আর সাফ করো আগাছার জঙ্গল;
জল দাও, দাও সার, অতঃপর বীজ।
একেবারে আনকোরা এক জমিন দিলাম তোমায়,
যেমন খুশী কর্ষণ করে নাও।"

আমি যেন স্থবির, বিমূর্ত এক দুঃখ।
ঘৃণা বোধ হয়।
নিজেকে উলঙ্গ আর অশ্লীল পিশাচ ভাবতে ভাবতে
রাগে দুঃখে ছিরি নিজেরি মাথার চুল।
আমাকে এ বোঝার ভুল-তাই,
এমনি প্রতিদান দিলে যেন দশমূন্ড!
এর চেয়ে নীলকণ্ঠ কর আমায়।
অথচ এখন ম্লেচ্ছ করেছ একেবারে।

এ জীবন দিয়ে কী করবো বল;
ফসল ফলায় সকল বর্গাচাষী,
আমি তো শুধু চেয়েছিলাম এক মন্দির।।


প্রতাপের কবিতা ভুবন

মা ছন্দ-পতন খবর আছে পুণরায় দ্বিধা তিন থেকে দুই চলে যাবো পাপী

প্রতাপ। স্নেহের ছোটো ভাই। সুদূর আমেরিকা প্রবাসী। নির্জনে সে কবি একাকী। দেহের খোরাক যদি হয় খাদ্য, তবে মনের খোরাক হলো সাহিত্য। যা কি-না মনকে সুন্দর করে। এই সুকুমার বৃত্তি পরিচর্যায় ওকে আরো উদ্বুদ্ধ করতে, অনুপ্রাণিত করতে, আইরিশ বার্তার এই ক্ষুদ্র আয়োজন।