লিলি আহমেদ ট্রাষ্ট

(শিক্ষা-সেবা-উন্নয়ন)

স্থাপিতঃ ২০১০ ইং

একটি সামাজিক দাতব্য প্রতিষ্ঠান

পরিচিতিঃ

“লিলি আহমেদ ট্রাষ্ট” একটি সামাজিক দাতব্য প্রতিষ্ঠান। সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত এই সংস্থাটি স্বল্প পরিসরে দেশ ও মানুষের মানবিক ও অর্থনৈতিক উন্নয়নে প্রতিজ্ঞাবদ্ধ। ‘শিক্ষা-সেবা-উন্নয়ন’এই তিন মূলনীতির উপর ভিত্তি করে ধর্মীয় ও সামাজিক দায়বদ্ধতা থেকে “লিলি আহমেদ ট্রাষ্ট” নিঃস্বার্থভাবে সেবামূলক, শিক্ষামূলক ও গঠনমূলক কাজ করতে দৃঢ়চিত্ত।

“লিলি আহমেদ ট্রাষ্ট” অনানুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ২০১০ সালের ৮ই জানুয়ারী, শুক্রবার, জু’মা নামাজের পর। এইদিন তড়িৎ কর্ম-পরিকল্পনা গ্রহণ করে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের একটি মসজিদের সম্প্রসারণ কাজে সম্পূর্ণ আর্থিক সাহায্য প্রদান করা হয়।

“লিলি আহমেদ ট্রাষ্ট” এর কার্যক্রম পরিচালনায় সার্বিকভাবে সহযোগিতা করছেন মোঃ রফিকুল ইসলাম। তিনি ঝিনাইদহ সরকারী কে সি কলেজের ইংরেজী বিভাগের শিক্ষক ও স্থানীয় একটি মসজিদের ইমাম । এবং মোঃ সাইফুজ্জামান । তিনি জেলা গনপূর্ত বিভাগে কর্মরত।

দেশ ও মানুষের কল্যানের এই ক্ষুদ্র প্রচেষ্টায় “লিলি আহমেদ ট্রাষ্ট” জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সর্বাঙ্গীন সহযোগিতা এবং আন্তরিক দোয়া, আশীর্বাদ ও শুভ কামনা প্রত্যাশা করে।