লিলি আহমেদ ট্রাষ্ট

(শিক্ষা-সেবা-উন্নয়ন)

স্থাপিতঃ ২০১০ ইং

একটি সামাজিক দাতব্য প্রতিষ্ঠান

স্বাগতমঃ

ধারনা করা হয়, প্রবাসী বাংলাদেশীর সংখ্যা প্রায় এক কোটি এবং এই সংখ্যা দিন দিনই বাড়ছে। আর কোনো প্রকার জটিল হিসাব না করে খুব সাধারনভাবেই বলা যায় যে, এই প্রবাসী বাংলাদেশীর সিংহভাগই অর্থনৈতিকভাবে বেশ সচ্ছল। ফলে দেশের জন্য ভালো কিছু করা তাদের পক্ষে সহজতর, যদি তারা শুধু তা চায়।

বিশাল এই বাংলাদেশে রয়েছে পয়ষট্টি (মতান্তরে আটষট্টি) হাজার গ্রাম। গ্রামের উন্নয়ন, তথা দেশেরই উন্নয়ন। তাই এই বিশাল এক কোটি প্রবাসী বাংলাদেশীর মধ্য থেকে যদি শুধুমাত্র পয়ষট্টি (বা আটষট্টি) হাজার বাংলাদেশী তাদের নিজ নিজ গ্রামের উন্নয়নের দায়িত্ব নিতো, তাহলে বোধ করি দেশ ও মানুষের আজকের দুরাবস্থা সম্পূর্ন না হলেও অনেকটাই কেটে যেতো।

এই বিশ্বাস আর ধর্মীয় ও সামাজিক দায় থেকে দেশ ও মানুষের কল্যানের প্রচেষ্টায় জন্ম হয় “লিলি আহমেদ ট্রাষ্ট”।

এস, এম, মাহফুজুল হক
(Mahfuzul Haque)
আয়ারল্যান্ড