লিলি আহমেদ ট্রাষ্ট

(শিক্ষা-সেবা-উন্নয়ন)

স্থাপিতঃ ২০১০ ইং

একটি সামাজিক দাতব্য প্রতিষ্ঠান

অনুপ্রেরণাঃ

"(হে নবী) আপনি বলে দেন আমার বান্দাদেরকে যারা ঈমান এনেছে, তারা (যেনো) নামাজ কায়েম করে এবং খরচ করে তা থেকে সৎকাজে যা আমি তাদেরকে দিয়েছি গোপনে ও প্রকাশ্যে।" – সুরা ইবরাহীম, আয়াত ৩১

"শুরু করো তুমি, যেখানে আছো সেখান থেকেই
তোমার যা আছে তাই কাজে লাগাও।
তুমি সামর্থ্য যতটুক, ততটুক দিয়েই চেষ্টা করো
সাফল্যের জন্য এর চেয়ে বেশি কিছু লাগে না।"

জীবন থেকে নেয়া অনুপ্রেরণামূলক গল্পঃ

রিকশা চালিয়ে হাসপাতাল

ঢাকায় রিকশা চালান তিনি । রোদে পোড়েন । বৃষ্টিতে ভেজেন । কাঁপেন কনকনে শীতে । তবু থামে না রিকশার চাকা । এ যে তাঁর স্বপ্নেরও চাকা । তিনি মো জয়নাল আবেদিন । বয়স ৬০ কিংবা ৬১, চামড়ায় ভাঁজ পড়ে গেছে । শরীর দুর্বল । রিকশার প্যাডেল চাপতে এখন পা ধরে আসে । পেশি টনটন করে । মাথা ঝিমঝিম করে । কিন্তু স্বপ্ন তাঁকে টেনে নিয়ে যায় । ঢাকায় জয়নাল যখন কষ্টে কাতর,ময়মনসিংহে তখন তাঁর গড়া হাসপাতালে গরিব রোগীরা স্বস্তির নিঃশ্বাস ফেলে । একজন অক্ষরজ্ঞানহীন জয়নাল শুধু রিকশা চালিয়ে নিজ গ্রামে একটি হাসপাতাল করেছেন। গড়েছেন একটি বিদ্যালয়। চালাচ্ছেন মক্তব। ছোট তাঁর সেই হাসপাতালে ছয়টি শয্যা আছে। আছেন একজন পল্লি চিকিৎসক। সপ্তাহে এক দিন সরকারি হাসপাতালের একজন চিকিৎসক এসে রোগী দেখেন। সাধ্য নয়,স্বপ্ন একজন রিকশাচালককে দিয়ে কী না গড়িয়ে নেয় ! সূত্রঃ প্রথম আলো